একের পর এক করোনাভাইরাস শনাক্তের বিশ্বরেকর্ড গড়ছে যুক্তরাষ্ট্র। ক’দিন পরপর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে। সর্বশেষ একদিনে দেশটিতে নতুন ৭৭ হাজার ৩০০ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
গত ডিসেম্বরে মহামারিটি ছড়িয়ে পড়ার পর থেকে এখন অবধি একদিনে এটাই কোনো দেশে সর্বোচ্চ সংখ্যক শনাক্তের ঘটনা। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রকাশিত জন হপকিন্স ইউনিভার্সিটির উপাত্তের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, জন হপকিন্স ইউনিভার্সিটি সরকারি উপাত্তের উপর ভিত্তি করে তথ্য প্রকাশ করে থাকে। সাম্প্রতিক দিনগুলোয় যুক্তরাষ্ট্র একাধিকবার এমন রেকর্ড ভেঙেছে। তবে বৃহস্পতিবারের উপাত্ত অনুসারে, এত বড় ব্যবধানে নতুন সংক্রমণ আগে দেখা যায়নি। এখন অবধি বিশ্বের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে যুক্তরাষ্ট্রে।
সর্বশেষ তথ্যানুসারে, দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ১ লাখ ৩৮ হাজারের বেশি করোনা রোগী।
