কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আদালতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়েছে সাহেদকে। তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে হেলিকপ্টারে করে ঢাকায় আনায় তাকে।
বিকালে উত্তরায় র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আলোচিত এই আসামিকে গ্রেপ্তার নিয়ে কথা বলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়ার পর গত ৬ ও ৭ জুলাই উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব।

তখন হাসপাতালটির নানা দুর্নীতি প্রকাশ পাওয়ার পর জানা যায়, এই হাসপাতালের লাইসেন্সের মেয়াদ পার হয়ে গেছে বহু আগে। এরপর সাহেদ লাপাত্তা হয়ে যান।