আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তিন দিন বন্ধ থাকবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির সাথে মিল রেখে উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ জুলাই বা ১ আগস্ট ঈদুল আজহা পালিত হবে। তবে যেদিনই পালিত হোক, ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন এই তিন দিন সরকারি ছুটি থাকবে। সেই সরকারি ছুটি সাথে মিল রেখে ঈদের ছুটি থাকবে বলে জানান ডিএসই ও সিএসই।
সেক্ষেত্রে আগামী ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দুদিনই চলে যাচ্ছে সপ্তাহিক ছুটির মধ্যে। ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)। এক্ষেত্রেও ছুটির দুদিন চলে যাচ্ছে সপ্তাহিক ছুটির মধ্যে।
ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর এই দুই ঈদের আগের ও পরের দিন থাকে নির্বাহী আদেশে ছুটি। সেক্ষেত্রে ঈদের একদিন পর দেশের উভয় পুঁজিবাজার চালু হবে।

উল্লেখ্য, ঈদের ছুটিতে সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসলে ডিএসই ও সিএসই এর ছুটির সিদ্ধান্তেও পরিবর্তন আসবে।