ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

২৭ করোনাজয়ী পুলিশ সদস্য প্লাজমা দিতে কুমিল্লা থেকে ঢাকায়

‘করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন’ এ শ্লোগানকে সামনে রেখে প্লাজমা দিতে ঢাকায় এসেছেন ২৭ করোনাজয়ী পুলিশ সদস্য। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তারা প্লাজমা ডোনেট করতে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে আসেন।

এরই মধ্যে পুলিশের ওই ২৭ করোনাজয়ী সদস্য বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেটও করেছেন।

এর আগে ঢাকায় আসা উপলক্ষে কুমিল্লা পুলিশ লাইনসে অনুষ্ঠিত এক সভায় জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে দ্বায়িত্ব পালন করতে গিয়ে জেলা পুলিশের ১৮৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

তাদের মধ্যে ২৭ জন প্লাজমা দিতে ঢাকা যাচ্ছেন। এসময় প্লাজমা দানকারিদের রক্ত করোনায় আক্রান্ত মুমূর্ষুদের প্রাণ বাঁচাতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই সভায় অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সূত্র: আমার সংবাদ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন