ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা এলভিন। এই প্রথম মাতৃত্বের স্বাদ পেলেন তিনি। তার ঘরে এসেছে নতুন অতিথি।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তাসনুভা এলভিন। এখন মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।
এই প্রসঙ্গে তাসনুভা বলেন, আল্লাহর অশেষ রহমতে কন্যাসন্তানের মা হয়েছি। প্রতিটি নারীর কাছে এটি অন্যরকম এক অনুভূতি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ মার্চ ভালোবেসে ফাহাদ রিয়াজীর সঙ্গে ঘর বাঁধেন তাসনুভা। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি তাদের প্রথম সন্তান।
এদিকে ২০১০ সালে লাক্স প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তাসুনভা এলভিন। তারপর নাম লেখান বিজ্ঞাপন ও নাটকে।
তাসনুভার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘কাচের পুতুল’, ‘খানদানি মঞ্জিল’, ‘মিস্টার টেনশন’ প্রভৃতি।