নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলিভিয়ার প্রেসিডেন্ট জিনিন আনেজের শরীরে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন বলে জানায় রয়টার্স।
টুইট বার্তায় বলিভিয়ার প্রেসিডেন্ট জানান, করোনা পরীক্ষায় তার পজিটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা ভাল। আইসোলেশনে থেকেই তিনি তার কাজ চালিয়ে যাবেন।

জিনিন আনেজ বলেন, আমি ভাল আছি, শক্ত আছি। আইসোলেশনে থেকে আমি কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, যারা কাজ করে বলিভিয়ার স্বাস্থ্য সংকট মোকাবিলায় আমাদের সহযোগিতা করছেন, তাদের সবার প্রতি আমি ধন্যবাদ জানাই। আমরা সবাই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব।
এদিকে বলিভিয়া সরকার জানিয়েছেম, মন্ত্রিসভার অন্তত সাত জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রীও।

আক্রান্ত মন্ত্রীরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এর মধ্যে কয়েকজন সুস্থ হওয়ার দিকেও জানা গেছে।
মন্ত্রিসভার সদস্যদের মধ্যে করোনা ছড়িয়ে পড়লে প্রেসিডেন আনেজও পরীক্ষা করেছিলেন
গত অক্টোবরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকটে পড়ে বলিভিয়া। এরপর এক ক্যুতে ক্ষমতা হারান দেশটির ইতিহাসে প্রথমবারের মতো আদি ও মূল জনগোষ্ঠী থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ইভো মোরালেস।
মোরালেসের পরে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে বলিভিয়ার দায়িত্ব নেন জিনিন আনেজে। মে মাসে দেশটিতে নির্বাচন হওয়ার কথা ছিল, করোনার কারণে পিছিয়ে যাওয়ায় সেটি এখন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা।