করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় মাত্র ২২ শতাংশ মানুষের পজিটিভ রিপোর্ট এসেছে; যাদের পরীক্ষার দিন পর্যন্ত করোনার উপসর্গ ছিল। এছাড়া অন্য প্রায় ৮০ শতাংশ কোভিড-১৯ রোগীই উপসর্গবিহীন; তারপরও তাদের পরীক্ষার ফল এসেছে পজিটিভ। মঙ্গলবার ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের এক জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, অনেক কেয়ার হোমই যথাযথ নিয়ম মেনে চলেনি। আর সমাজে কেয়ার হোমের সংস্কার প্রয়োজন বলে দাবি করেন ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রদান। কমিউনিটি ইন্টিগ্রেটেড কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক অ্যাডামস বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য কাপুরুষোচিত।

ব্রিটেনে করোনায় নারীদের তুলনায় পুরুষদের মৃত্যুর হার বেশি হলেও কে কিভাবে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ইংল্যান্ডে যারা বাসা-বাড়িতে বসবাস করেন তাদের বিক্ষিপ্তভাবে নির্বাচন করে এই জরিপ পরিচালনা করেছে জাতীয় পরিসংখ্যান অফিস। তবে যারা কেয়ার হোম এবং অন্যান্য প্রতিষ্ঠানে বসবাস করেন তাদের এই জরিপের অন্তর্ভুক্ত করা হয়নি।