যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুইটি বিমানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর উত্তর ইডাহো এলাকার একটি লেকের ওপর ভেঙে পড়ে দুইটি বিমান। দুর্ঘটনায় বিমান দুইটি থাকা ৮ জন আরোহীই মারা গেছেন বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা সিএনএন জানায়, রোববার (৫জুলাই) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগর উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত কোউর ডি’এলিন লেকে বিমান দুইটি ভেঙে পড়ে।

পানিতে ডুবে যাওয়ার আগে দুজনের লাশ উদ্ধার করা হয়। এখনো ৬ জন নিখোঁজ রয়েছন। লেকের পানিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে স্থানীয় প্রশাসনের আশঙ্কা, দুই বিমানের কেউই বেঁচে নেই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার আগে মাটি থেকে প্রায় ৮০০ ফুট ওপরে উড়ছিল দুইটি বিমান। হঠাৎ মুখোমুখি সংঘর্ষে একটি বিমানের কেবিনের ভেতরে ঢুকে যায় আরেকটির ডানা। ধাক্কা খেয়ে বিমান দুইটি সোজা লেকের পানিতে ডুবে যায়। এতে বিমান দুইটি থাকা ৮ জন আরোহীই মারা যান।
