দেশে বন্যা এবার দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের পর মধ্যাঞ্চলেও বন্যা বিস্তৃত হচ্ছে। ইতোমধ্যে রাজধানীর আশপাশের জেলাগুলো প্লাবিত হচ্ছে। আগামী দু’এক দিনের বৃষ্টিপাতে মধ্যাঞ্চলসহ দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। জুলাইয়ের সাত তারিখের পর টানা বৃষ্টিপাতের কথাও পূর্বাভাসে বলা হয়েছে।
জুলাইয়ের প্রথম থেকে এদেশে বন্যার প্রকোপ শুরু হয়। প্রতি বছর বন্যায় উত্তরের জেলাগুলোই বেশি আক্রান্ত হয়। সাধারণত ওসব এলাকায় মধ্য মেয়াদে বন্যার প্রবণতাই বেশি দেখা দেয়। তারপর থেকে মধ্যাঞ্চল হয়ে নিম্নাঞ্চল দিয়ে বন্যার পানি সাগরে গিয়ে পড়ে। বন্যা পরিস্থিতি উন্নতি হতে থাকে। কিন্তু এবার স্বাভাবিক সময়ের দু’সপ্তাহ আগেই বন্যার প্রকোপ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও বন্যার কাক্সিক্ষত উন্নতি হয়নি। এই অবস্থায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে। রূপ নিতে পারে দীর্ঘমেয়াদী বন্যায়।