ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৪:৩৯ পূর্বাহ্ন

সমালোচনার মুখে নুসরাত জাহান

লকডাউনের দিনে বাড়িতে নেহাত মন্দ সময় কাটেনি কলকাতার অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানের। শুরুর দিকে স্বামী নিখিল জৈনের সঙ্গে কাটানো নানা মুহুর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। পরে অবশ্য বিপর্যয়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে বসিরহাটে নিজেই ছুটে গিয়েছেন।

তবে নুসরাত জাহান যাই করুক না কেন, ট্রোল তার নিত্যসঙ্গী। সোশ্যাল মিডিয়ায় নানা কারণে বহুবার সমালোচিত হয়েছেন তিনি। সম্প্রতি টিকটক বয়কট নিয়ে মন্তব্যের জেরে তুমুল ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে তাকে। তবে এসব নিয়ে কোনোদিনই মাথা ঘামানোর প্র‍য়োজন মনে করেননি। সেকথা আবারও প্রমাণ করলেন তিনি।

সমালোচনার তোয়াক্কা না করেই নিজের বাড়িতে ফটোশুট করে যাচ্ছেন নুসরাত। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে বেশকিছু ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, বাথটাবে বসে আছেন নায়িকা। পরনে কালো শর্ট জিন্স প্যান্ট এবং কালো রঙের পাতলা টপ। হালকা মেকআপে দারুণ মানিয়েছে তাকে।

নুসরাতের এমন ছবি প্রকাশ্যে আসতে তা মুহুর্তেই অন্তর্জালে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে কটাক্ষের সুরে সুরাজিত নামের এক ভক্ত লিখেছেন, খুবই দুঃখজনক, টিকটকে আর নাচতে পারছো না! আরেকজন লেখেন, ওহ ম্যাডাম, এই মেকআপ কি টিকটক এর জন্য নাকি? আরও অসংখ্য ভক্তরা আক্রমণ করে নানা মন্তব্য করছেন নুসরাতের ওই পোস্টে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন