ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:১৮ পূর্বাহ্ন

করোনার মতো আরেকটি মহামারি সোয়াইন ফ্লু’র সন্ধান পেলো গবেষকরা

করোনাভাইরাসের আঁতুড় ঘরে নতুন এক ধরনের সোয়াইন ফ্লুর সন্ধান পেয়েছে গবেষকেরা। আর এই ভাইরাসটির মহামারির ঘটানোর মতো সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞান বিষয়ক জার্নাল পিএনএএসে সোমবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নতুন ধরনের সোয়াইন ফ্লু’র নাম দেওয়া হয়েছে ‘জি ৪’। এটা ২০০৯ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া সোয়াইন ফ্লু ‘এইচ১এন১’ এরই একটি রূপ বলে গবেষণায় দাবি করা হয়েছে।

গবেষণাটি করেছেন চীনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও চায়না সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশনের বিজ্ঞানীরা। তারা বলেছেন, নতুন ধরনের এই সোয়াইন ফ্লু’র মানুষ্য শরীরে খাপ খাইয়ে সংক্রমণ ছড়ানোর মধ্যে প্রয়োজনীয় সব ধরনের নমুনা রয়েছে।

চীনের ১০টি প্রদেশের অনেকগুলো কসাইখানা থেকে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩০ হাজার শূকর থেকে লালা নিয়ে এই গবেষণা চালানো হয়। একটি পশু হাসপাতালে এসব লালা বিশ্লেষণ করে ১৭৯টি সোয়াইন ফ্লু’র নমুনা আলাদা করা হয়। এগুলোর মধ্যে বেশির ভাগই নতুন, ২০১৬ সালের সোয়াইন ফ্লু’র জীবাণুর সঙ্গে সম্পর্কিত।

এর মধ্যে ‘জি৪’ মহামারির কারণ হতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। ভাইরাসটি ইঁদুরসহ বিভিন্ন প্রাণীর ওপর এ ফ্লু’র পরীক্ষা চালানো হয়। বিশেষ করে জ্বর, কাশি ও হাঁচির ক্ষেত্রে এসব প্রাণীর বৈশিষ্ট্য অনেকটা মানুষের মতোই।

তাতে দেখা গেছে. ‘জি৪’ ফ্লু খুবই সংক্রামক। এমনকি এটা ইঁদুর জাতীয় প্রাণীর চেয়ে মানুষের শরীরের কোষে প্রভাব ফেলতে পারে।

পরীক্ষায় আরও দেখা গেছে, মৌসুমি ফ্লুতে আক্রান্ত হলে মানুষের শরীরে যে ধরনের ইমিউনিটি লাভ করে তা ‘জি৪’ ভাইরাসে আক্রান্ত হওয়াকে বাধা দিতে পারে না।

গবেষকদের একজন বলেন, “এটা উদ্বেগের বিষয় যে, জি৪ ভাইরাসের মানুষের শরীরে সংক্রমণ বৈশিষ্ট্যে বোঝা যাচ্ছে, এটা মানুষের শরীরে খাপ খাইয়ে নিতে পারে। আরও একটি মানব মহামারির ঝুঁকি বাড়াতে পারে।”

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন