করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ নিয়ে মারা গেছেন রতন’স ডেন্টাল-এর চিফ কনসালটেন্ট ডা. সৈয়দ তমিজুল আহসান রতন।
সোমবার ভোররাতে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডা. রতনের ঘনিষ্ঠ ডেন্টিস্ট ও কলামিস্ট ডা. সায়ান্থ সাখাওয়াৎ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার গভীর রাতে কভিড-১৯ উপসর্গ নিয়ে ডা. রতন হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
খ্যাতিমান এই ডেন্টিস্ট কভিড-১৯ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে রিপোর্ট আসার আগেই মারা যান তিনি।
ডা. রতন ১৯৫৭ সালের জুলাই মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে পিএইচডি ডিগ্রিও নেন।