ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন

করোনা: ভারতে আক্রান্ত অতীতের সব রেকর্ড ভেঙে গেছে আজ

ভারতে রোববার (২৮ জুন) করোনা আক্রান্তের অতীতের সব রেকর্ড ভেঙে গেছে।

রোববার সকালে দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৯ হাজার ৯০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ৮৫৯ জনে। এদের মধ্যে ৩ লাখ ৯ হাজার ৭১৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসাধীন ২ লাখ ৩ হাজার ৫১ জন।

সংক্রমণের দিক থেকে বিশ্বে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। তাদের উপরে আছে শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া।

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দেশটিতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১০ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬ হাজার ৯৫ জনে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন