রাজধানীর কমলাপুরে টিটিপাড়া মেথর পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০টি ঘর পুড়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, রাত ১টা ৫৫ মিনিটে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৩০টি টংঘর পুড়েছে জানিয়ে লিমা বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শাজাহানপুর থানার ওসি শহীদুল হক বলেন, সুইপার কলোনির ওই ঘরগুলো সুইপারা নিজেরাই তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করছে। সেখানে শতাধিক সুইপার বসবাস করত। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।