ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৬:৫০ পূর্বাহ্ন

লাদেনকে শহীদ বলায় ভারতের তোপের মুখে ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার সে দেশটির পার্লামেন্ট দাঁড়িয়ে নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ হিসেবে আখ্যায়িত করেন। এ ঘটনা যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। তবে এ নিয়ে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতের সংবাদ মাধ্যমগুলো।

এছাড়া পাকিস্তানের বিরোধী দলগুলোও ইমরান খানের এ মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।

ইসলামাবাদ এবং ওয়াশিংটনের সম্পর্কের অবনতি বিষয়ে পাকিস্তানের সংসদে কথা বলার সময় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী ইমরান খান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি তাদের এক প্রতিবেদনে পাকিস্তানকে ‘আঞ্চলিকভাবে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী’র জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করার পর ওই প্রতিবেদনের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়,‘এই অঞ্চলে আল কায়েদার শক্তি অনেক কমেছে বলে প্রতিবেদনে স্বীকার করা হলেও, আল কায়েদাকে ধ্বংস করার পেছনে পাকিস্তানের উল্লেখযোগ্য ভূমিকাকে উপেক্ষা করা হয়েছে প্রতিবেদনে।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রেক্ষিতে বৃহস্পতিবার পার্লামেন্টে ওসামা বিন লাদেনের প্রসঙ্গটি ইমরান খান।

এসময় তিনি বলেন, ‘আমরা যেভাবে সন্ত্রাস বিরোধী যুদ্ধে তাদের (যুক্তরাষ্ট্রকে) সমর্থন দিয়েছি এবং তার বিনিময়ে আমার দেশকে যে পরিমাণ অপমান সহ্য করতে হয়েছে, আমার মনে হয় না সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দিয়ে কোনো দেশকে কখনো এতটা অপমানিত হতে হয়েছে।’

মার্কিন বাহিনী পাকিস্তান সরকারকে না জানিয়ে পাকিস্তানের অভ্যন্তরে লাদেনের বিরুদ্ধে অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করে ইমরান খান বলেন, ‘তারা অ্যাবোটাবাদে এসে ওসামা বিন লাদেনকে হত্যা করে, শহীদ করে দেয়।’

তিনি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আরও বলেন, ‘আমাদের মিত্র আমাদের অজ্ঞাতে আমাদের দেশে প্রবেশ করে একজনকে মেরে ফেলে এবং আমাদেরকেই জানায় না। আর এরপর পুরো পৃথিবীর মানুষ আমাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছে। সে সময় পৃথিবীর যত দেশে পাকিস্তানিরা ছিল, তাদের ভোগান্তি পোহাতে হয়েছে।’

ইমরান খানের এই মন্তব্যের পর সংসদেই তার সমালোচনা করেন বিরোধী দল পিএমএল-এন’এর সিনিয়র নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।

ওসামা বিন লাদেনকে ‘চরম সন্ত্রাসী’হিসেবে উল্লেখ করে খাজা আসিফ বলেন, ‘তিনি (ওসামা বিন লাদেন) আমার দেশকে ধ্বংস করেছে, আর তিনি (ইমরান খান) তাকে শহীদ বলছেন।’

প্রসঙ্গত, নিউইয়র্কে টুইন টাওয়ার হাখানমলার মূল অভিযুক্ত ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন বাহিনীর হামলায় মারা যান। ওই সময় আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর হেলিকপ্টার পাকিস্তানের ভেতরে ঢুকে অভিযান চালালেও সে সম্পর্কে পাকিস্তান সরকার জানতো না।

ওসামা বিন লাদেন সম্পর্কে পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যের খবর প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম। তবে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

ভারতের অধিকাংশ নিউজ ওয়েবসাইট, পত্রিকা ও টেলিভিশন পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করে খবর প্রকাশ করেছে।

সূত্র: বিবিসি বাংলা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন