ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:৪৬ পূর্বাহ্ন

করোনার ভ্যাকসিন নিয়ে আরও একটি সুখবর দিল যুক্তরাজ্য

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনায় আরও একটি সুখবর দিল যুক্তরাজ্য। দেশটিতে কভিড-১৯ নিরাময়ে নিজেদের তৈরি নতুন একটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে বিবিসি’র খবর।

ট্রায়ালে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিনটি দেওয়া হবে। ইম্পিরিয়াল কলেজে নতুন এই ভ্যাকসিন ট্রায়াল কার্যক্রমে নেতৃত্বে রয়েছেন অধ্যাপক রবিন শাটক ও তার সহকর্মীরা।

পশুর পরীক্ষা ভ্যাকসিনটির পরীক্ষায় দেখা গেছে এটি নিরাপদ এবং শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক।

এর আগে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ব বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা করোনাভাইরাসের একটি ভ্যাকসিনের মানুষ্য শরীরে ট্রায়াল শুরু করেছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উদান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এরই মধ্যে ৪ লাখ ৮০ হাজার মানুষের প্রাণ গেছে। আক্রান্তের সংখ্যা কোটির দিকে এগিয়ে যাচ্ছে।

কিন্তু এখন পর্যন্ত অতি ছোঁয়াচে রোগটির কোনো কার্যকরী কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কারের খবর আসেনি। এর প্রতিষেধক আবিষ্কারে উঠেপড়ে লেগেছে বিশ্ব। ভ্যাকসিন আবিষ্কারে চলমান আছে প্রায় ১২০টি প্রকল্প।

লন্ডনের ইম্পিরিয়াল বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিতে যাওয়া প্রথম ধাপের স্বেচ্ছাসেবীদের একজন ৩৯ বছর বয়সী ক্যাথে। একটি আর্থিক প্রতিষ্ঠানে এই চাকুরিজীবী জানালেন, এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতেই এই ট্রায়ালে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন তিনি।

প্রথম ধাপের ট্রায়াল শেষে অক্টোবরের দিকে দ্বিতীয় ধাপের ট্রায়ালের পরিকল্পনা রয়েছে। তাতে অংশ নেবেন ৬ হাজার মানুষ।

ইম্পিরিয়ালের গবেষক দল আশাবাদী যে, ২০২১ সালের শুরু নাগাদ এই ভ্যাকসিন যুক্তরাজ্য ও অন্যান্য দেশেও বিতরণ করা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন