ঐতিহাসিক আন-নুরি মসজিদ নির্মাণে ইরাক সরকারকে ৫০.৪ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ২০১৭ সালে মসুল যুদ্ধের সময় দ্বাদশ খ্রিস্টাব্দে নির্মিত মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়। সহযোগিতার অর্থে নুরি মসজিদ ও ‘হাদবা’ মিনার পুনর্নির্মাণ করা হবে।
ইরাকের সংস্কৃতিমন্ত্রী হাসসান নাদিম বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় আন-নুরি, আলহাদবা ছাড়াও আত-তাহিরা ও আস-সাআ গির্জারও পুনর্নির্মাণ করা হবে।’ ইরাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসাম দাউদ বলেন, ‘ইরাক সরকার ও তার বন্ধুরা আন-নুরি ও বিখ্যাত মিনার পুনর্নির্মাণে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী মসুলের ঐতিহাসিক এই স্থাপনা পুনর্নির্মাণে অঙ্গীকারবদ্ধ আর সংযুক্ত আরব আমিরাত তা বাস্তবায়নে আন্তরিকভাবে এগিয়ে এসেছে।’

৮৫০ বছর আগে নির্মিত ‘হাদবা’ মিনারের জন্যই নুরি মসজিদ দর্শক ও পর্যটকদের কাছে জনপ্রিয় ছিল। সূত্র : দ্য ন্যাশনাল ডটএই