ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৪:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণ হলো এক ঘণ্টার মধ্যেই

রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের ক্যান্টিনের গ্রাউন্ড ফ্লোরের আগুন মাত্র এক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

এই প্রসঙ্গে ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এনামুল হোসেন জানান, বাংলাদেশ ব্যাংকে বুধবার দুপুর ১টা ৩৪ মিনিটে ক্যান্টিন মূল ভবনের বাইরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ ব্যাংকের আগুন দুপুর ২টা ১০ মিনিটেই নিয়ন্ত্রণে আনা হয়।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা জায়নি। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া জায়নি।

এমনকি আগুনের সূত্রপাত কীভাবে সেটাও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন