করোনাভাইরাস উপসর্গ নিয়ে সিলেটে আবু সাঈদ আব্দুল্লাহ নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার নর্থইস্ট হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরের টিকরপাড়া দারগা বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, করোনা উপসর্গ নিয়ে তিনি ভর্তি হলেও আমাদের ধারণা তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়।
তিনি বলেন, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় অ্যাডভোকেট আবু সাঈদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৯৮৬ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৭১ জন। সুস্থ হয়ে ফিরেছেন ৬৫৮ জন।
