করোনার আয়ুষ্কাল নিয়ে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কোনো কর্মকর্তার বক্তব্য অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙা রাখার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাস্থ্য বিভাগের কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুস্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশ তৈরি করেছে।
শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এ ধরনের সমন্বয়হীন অযাচিত বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। স্পর্শ কাতর এসময়ে দায়িত্বশীল পদে থেকে কারো দায়িত্বহীন বক্তব্য রাখা সমীচীন নয়।
ফ্রন্টলাইন যোদ্ধাদের প্রশংসা করে তিনি বলেন, এ সংকট এ ফ্রন্ট লাইনে কর্মরত যোদ্ধাদের অনেকেই দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এ পর্যন্ত ৪২ জন চিকিৎসক, ২৬ জন পুলিশ সদস্যসহ নার্স, টেকনোলজিস্ট, সাংবাদিক, আনসার সদস্য প্রাণ দিয়েছেন। এমন পরিস্থিতিতে খুলনা লাগলো একজন চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙিক্ষত। আমি এর তীব্র নিন্দা জানাই এবং নিহত ডাক্তার রাকিবের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
তিনি বলেন, এ সংকটের চিকিৎসকসহ সম্যক যোদ্ধাদের এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। মনে করিয়ে দিতে চাই শেখ হাসিনা সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়কারী যত ক্ষমতাবান হোক তার রেহাই নেই।
