বলিউড অভিনেতা আলী ফজলের মা আর নেই। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আলী ফজলের মুখপাত্র জানিয়েছেন, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আলী ফজলের মা বুধবার সকালে লাখনৌতে মারা গেছেন। তিনি কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে অত্যন্ত কষ্টের এবং আত্মার শান্তি কামনা করছি।
এদিকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে মায়ের ছবি পোস্ট করে আলী ফজল লিখেছেন, জীবনের বাকি সময়টুকু তোমার জন্য বেঁচে থাকব। তোমাকে অনেক মনে পড়ছে আম্মা। আমাদের সময় এই পর্যন্তই তা জানা ছিল না। তুমি ছিলে আমার সৃষ্টির অনুপ্রেরণা। আমার সবকিছু। আর কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। ভালোবাসা। আলী।