করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল হায়দার (৫২) মারা গেছেন। তিনি হাসপাতালে ডায়াবেটোলজিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার রাতে গুরুতর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মিরপুরের বাসা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ৩ দিন আগে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই নমুনা পরীক্ষা করান। রিপোর্টে করোনা পজিটিভ আসার পর থেকে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।
বুধবার রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে ডা. রফিকুল হায়দারের জানাজা শেষে তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
