ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

ভারত-চীন সংঘাত পরিস্থিতির দিকে নিবিড় ভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র

লাদাখের গালওয়াল উপত্যকায় নিহত ভারতীয় সেনা জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের কথা বলে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, তারা পরিস্থিতির দিকে নিবিড় ভাবে নজর রাখছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

গত ২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা হয়েছিল।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল-এর পরিস্থিতি এখন কী অবস্থায় রয়েছে, সেদিকে আমরা নিবিড় ভাবে নজর রাখছি।

সোমবার, ১৫ জুন, রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে দু-পক্ষেরই একাধিক সেনা হতাহত হয়েছে। ভারতের তরফে বিহার রেজিমেন্টের এক সেনা অফিসার কর্নেল সন্তোষ বাবু-সহ ২০ জন নিহত হওয়ার কথা বলা হলেও, বেইজিং ২৪ ঘণ্টা পরেও এ নিয়ে কোনও বিবৃতি দেয়নি। ফলে, চীনের ক‘জন সেনা মারা গিয়েছেন, তা স্পষ্ট নয়। তবে, অসমর্থিত একটি সূত্রে চীনের ৪০ জন সেনা জওয়ান হতাহত হয়েছেন বলে দাবি করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার জানান, ভারতীয় সেনা বাহিনীর ঘোষণা থেকে আমরা জানতে পেরেছি তাদের ২০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন উভয়পক্ষই তত্‍‌পর হয়েছে। আমরা বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান আশা করছি।

১৫ জুন, সোমবার রাতে ঘটনার সূত্রপাত। লাদাখের গালওয়ান উপত্যকায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু-পক্ষের সেনারা। ভারতীয় সেনাকে লক্ষ্য করে প্রথমে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। যা থেকে ঘটনা বড় আকার নেয়। বিষয়টি নিয়ে লাদাখ সীমান্তে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন দু- দেশের সেনাকর্তারা। এই ঘটনার জন্য চীনকে দোষারোপ করেছে ভারত।

ভারতের তরফে বলা হয়, চীনা সেনা যদি চুক্তি মেনে চলত, তা হলে এই হিংসাত্মক সংঘাত এড়ানো যেত। ভারতীয় সেনা সূত্রে খবর, চীনের সেনা গালওয়ানে পয়েন্ট ১৪-তে ভারতীয় এলাকায় ভিতরে ঢুকে তাঁবু খাটিয়েছিল। ভারতীয় জওয়ানরা টহলদারির সময় তা দেখতে পেয়ে, সরিয়ে দেন। চীনের সেনারা তাঁবু সরাতে দেখে পাহাড়ের ওপর থেকে প্রথমে পাথর ছোড়ে। তার পর রড হাতে নেমে আসে। শুরু হয় হাতাহাতি। দুই পক্ষের অনেকেই গুরুতর আহত। সামরিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

গত মে মাসেই ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। প্রথমে সিকিম সীমান্তে, পরে লাদাখে দু-পক্ষের সেনারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। কিন্তু, সংঘাত এতদূর গড়ায়নি। চীনের অভিযোগ, ভারতীয় সেনাই লাইন অফ কন্ট্রোল পার করে চীনে ঢুকে পড়েছিল। ভারত তা খারিজ করে, চীনের দিকেই অভিযোগের আঙুল তোলে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন