ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:১৯ পূর্বাহ্ন

পরশু থেকে ১৫ দিনের লকডাউন হচ্ছে যেসব এলাকা

করোনা সংক্রমণ রোধে জোনভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে ঢাকামহ বেশকিছু এলাকা লকডাউন করা হয়েছে।

এবার করোনা প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৪টি ওয়ার্ডকে ১৯ জুন ‍(শুক্রবার) থেকে লকডাউন করা হচ্ছে। ওয়ার্ডগুলোতে ওইদিন রাত ১২টা থেকে ৩ জুলাই পর্যন্ত লকডাউন জারি থাকবে। ওয়ার্ডগুলো হলো- নগরীর ৩, ১০, ১২ ও ১৩।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় জরুরি সেবার অংশ হিসেবে হাসপাতাল ছাড়া বাকি সবপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি কোন ডাক্তারও ব্যক্তিগত চেম্বার খোলা রাখতে পারবেন না লকডাউন এলাকায়। তবে ওষুধ ও মুদি দোকান খোলা থাকবে।

সভায় জানানো হয়, লকডাউনে থাকা ওই ৪টি ওয়ার্ডের অসহায় পরিবারের জন্য জেলা প্রশাসন ১০ কেজি করে চাল দেবে। এছাড়া তেল, ডাল, পেঁয়াজসহ অন্যান্য খাদ্যসামগ্রী দেবেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। আর ডিসি অফিস থেকে স্বেচ্ছা-সেবকদের কার্ড দেয়া হবে। লকডাউন চলাকালে সার্বক্ষণিক পাহারা দেওয়ার বিষয়টি স্ব-স্ব এলাকার কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগের সদস্যরা দায়িত্ব পালন করবেন।

লকডাউনের আওতায় থাকা এলাকায় শুধু এটিএম বুথের মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে। কোন প্রকার ব্যাংক বিমা প্রতিষ্ঠান খোলা থাকবে না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন