ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:০৮ অপরাহ্ন

করোনার ভয়ে শ্রদ্ধাকে অভিনয়ে ফিরতে দিচ্ছেন না বাবা শক্তি

দীর্ঘদিন  লকডাউন থাকার পরে অবশেষে শুটিং শুরু হয়েছে বলিউডে। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে গোটা দেশ। লক ডাউন এর জন্য টানা অনেক দিন বন্ধ ছিল বিনোদন জগতের শুটিং, সিনেমা হল। কিন্তু শুটিং শুরু হলেও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এখনই অভিনয় শুরু করবেন না।

বাবা শক্তি কাপুর এখনো মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে শুটিং করার অনুমতি দেননি।

বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, এই পরিস্থিতিতে শ্রদ্ধা শুটিংয়ে ফিরবেন না।

তিনি বলছেন, “আমি নিজেও এখন বাইরে গিয়ে কোন কাজ করবো না এবং আমার মেয়ে শ্রদ্ধাকেও এখন কাজ করার অনুমতি দিতে পারব না। আমার মনে হয় না সমস্ত ঝুঁকি হঠাৎ করে চলে গিয়েছে। বরং আমার মনে হয় সবচেয়ে খারাপ সময় আসাটা এখনো কিন্তু বাকি রয়ে গিয়েছে।

আমি আমার ছেলে মেয়েদের এখন বাড়ি থেকে বের হতে দেব না। আমি জানি কাজ করাটা খুবই জরুরি। কিন্তু তা কারোর জীবনের বিনিময়ে নয়। এখন মানুষ শুটিং শুরু করলে হইচই হবেই। আমি আমার ইন্ডাস্ট্রির মানুষদের বলবো হাসপাতালের বিল দেওয়ার থেকে একটু অপেক্ষা করে যাওয়াই ভালো। এখনও পরিস্থিতি খুব খারাপ।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু তারই মধ্যে মহারাষ্ট্র সরকার বেশ কিছু ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করেছে। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ। জন আব্রাহামের টিম হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে জুলাই মাসে শুটিং শুরু করছে বলে জানা যাচ্ছে।

এই শুটিং টানা ১২ দিন ধরে চলবে। উল্লেখ্য, শ্রদ্ধা কাপুরকে শেষ দেখা গিয়েছিল বাঘি ৩ ছবিতে। তার বিপরীতে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ। ছবিটি লকডাউন শুরু হওয়ার কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল। এর আগে ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা। এই ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও নোরা ফাতেহি। যদিও ছবিটি বক্স অফিসে তেমন ভালো কাজ করেনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন