ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:১৭ পূর্বাহ্ন

ফের লা লিগার ধারাভাষ্যে জামাল ভূঁইয়া

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা স্প্যানিশ লা লিগা আবার মাঠে ফিরছে। বিশ্বের অন্যতম সেরা এ ফুটবল লিগের সঙ্গে বাংলাদেশের নামও জড়িয়ে থাকছে।

অতীতের মতো এবারো লা লিগার কিছু ম্যাচের ধারাভাষ্যে থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুমের বাকি অংশ পরিত্যক্ত ঘোষণার পর জামাল ভূঁইয়া চলে গেছেন ডেনমাকে
সেখান থেকে তিনি শ্বশুরবাড়ি বেড়াতে এখন জার্মানিতে। লা লিগা শুরু হওয়ায় ফুটবল নিয়ে ব্যস্ত থাকার সুযোগ তৈরি হলো বাংলাদেশ অধিনায়কের।

জার্মানি থেকে জামাল ভূঁইয়া জানালেন, আজ এবং আগামীকাল তিনি লা লিগার ম্যাচের ধারাভাষ্য দেবেন। এর মধ্যে লিগের দুই জনপ্রিয় ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে।

সূচি অনুযায়ী বাংলাদেশ সময় আগামীকাল রাত ২টায় মেসিরা খেলবে মায়োর্কার বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ১১টায় ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ খেলবে এইবারের বিরুদ্ধে। এ দুটি ম্যাচের ধারাভাষ্যই দেবেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ