ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৮:৫২ অপরাহ্ন

করোনা রোগীদের ১০০ অক্সিজেন সিলিন্ডার দিলো সাইফ পাওয়ারটেক

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের করোনা রোগীদের জন্য ১০০ অক্সিজেন সিলিন্ডার দিয়ে এগিয়ে এসেছেন। 
আজ শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এই সিলিন্ডার দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি হস্তান্তর করেন চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।
কৃত্রিম সংকটের কারণে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অক্সিজেন পেতে চরম সংকটের মধ্যে পড়তে হয়েছে। এই অবস্থায় নিজ উদ্যোগে ১০০ সিলিন্ডার দিয়ে এগিয়ে এলেন চট্টগ্রাম চেম্বার সহ-সভাপতি তরফদার রুহুল আমিন। প্রতিটি গ্যাসভর্তি অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে ট্রলি, ক্যানোলা, মাস্ক, রেগুলেটর, ফ্লো মিটার থাকবে। ফলে খুব সহজেই সেগুলো রোগীদের প্রয়োজনে ব্যবহার করা যাবে।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।
এর আগে গত ১৫ এপ্রিল করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকাও দেন তিনি।
এছাড়া গত ১৩ই মে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাস্ক, পিপিই, গ্লাভস, গগলস, ইনফ্রায়েড থার্মোমিটারসহ প্রচুর সুরক্ষা সামগ্রী দেন তিনি। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় সংবাদকর্মী ও ফুটবল কোচদের প্রণোদনা দিয়ে যাচ্ছেন তরফদার রুহুল আমিন।
দেশের শীর্ষ ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন বলেন, চট্টগ্রাম হচ্ছে দেশের অর্থনীতির প্রাণ। তাই বিভিন্ন সংবাদমাধ্যমে অক্সিজেন সংকটের খবর পড়ে আমি নিজে এসে এই সিলিন্ডার সরবরাহ দিচ্ছি। এটা লোক দেখানো কোন কাজ নয়, মানবিকতা। করোনা সংকটে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। এটি অব্যাহত থাকবে। আর কিছু না হোক বিপদে পড়া মানুষগুলোর পরিবারের দোয়া তো পাবো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন