ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন

স্টেশনের মাতৃহারা শিশুর দায়িত্ব নিলেন শাহরুখ

ক্ষুধার জ্বালায় মৃত্যু হয়েছে মায়ের। ঘুমিয়ে আছে ভেবে পাশে বসে মাকে জাগানোর চেষ্টা করছিল শিশু সন্তান। ভারতের মুজাফ্ফরপুর স্টেশনের এই ছবি ভাইরাল হতে চোখের পানি ধরে রাখতে পারেনি মানুষ, তেমনই সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিল তারা। সেই শিশুর পাশে দাঁড়ালেন শাহরুখ খান।

সংবাদ প্রতিদিন জানায়, আহমেদাবাদ থেকে বিহারের মুজফ্ফরপুরে আসার সময় ঠিকমতো খাবার জোটেনি ওই শিশুর মা আরভিনা খাতুনের। অনাহারক্লিষ্ট রুগ্ন শরীরে ট্রেনযাত্রার ধকল নিতে পারেননি তিনি। মুজফ্ফরপুরে নামার পর প্ল্যাটফর্মে শুয়ে পড়েছিলেন। আর ওঠেননি।

দেড় ঘণ্টা প্ল্যাটফর্মেই পড়ে ছিল আরভিনার নিথর দেহ। সহযাত্রীরা একটি কাপড়ে ঢেকে দিয়েছিলেন তাকে। দেড় বছরের রহমত বারবার সেই কাপড় সরিয়ে মাকে জাগানোর চেষ্টা করছিল।

শাহরুখের এনজিও মীর ফাউন্ডেশন ওই শিশুর দায়িত্ব নিয়েছে। ভিডিওটি অনলাইনে দেখে ওই শিশুর খোঁজ শুরু করেন সংস্থাটির সদস্যরা।

মীর ফাউন্ডেশনের তরফে একটি ছবি পোস্ট করে বলা হয়, “মীর ফাউন্ডেশন তাদের সবার কাছে কৃতজ্ঞ যারা আমাদের এই সন্তানের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছেন। আমরা এখন শিশুটিকে যথাসাধ্য সাহায্য করছি। বর্তমানে তার নানীর কাছে সুরক্ষিত রয়েছে। ”

ভারত জুড়ে করোনা ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী ও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দেন শাহরুখ। স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই কিটের বন্দোবস্ত করেন। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও দিল্লির সরকারকে ভেন্টিলেটর দিয়ে সাহায্য করেন। অভুক্তদের খাইয়েছেন দিনের পর দিন। কোয়ারেন্টাইনের জন্য খুলে দেন নিজের অফিস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন