বাংলাদেশ ব্যাংকের ক্যাশ বিভাগের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী (৬০) করোনায় মারা যায়নি। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ৷ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে একটি গণমাধ্যমকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, আশরাফ আলী মতিঝিলের ব্যাংক কলোনিতে বসবাস করতেন। মৃত্যুর সংবাদ শুনে আমি সকালে তার বাসায় গিয়েছি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তিনি মৃত্যুবরণ করেছেন।
করোনায় সংক্রমিত হয়ে আশরাফ আলীর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।

বিষয়টি সঠিক নয় দাবি করে সিরাজুল ইসলাম বলেন, তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সংবাদ ছড়িয়ে পড়েছে। এ সংবাদের কোন ভিত্তি নেই। কারণ তার করোনার পরীক্ষাই করা হয়নি।
‘আশরাফ আলী দীর্ঘ দিন থেকেই হৃদযন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন। ইতিপূর্বে একাধিক বার চিকিৎসা নিয়েছেন।’