ঢাকা, শনিবার, ৯ অগাস্ট ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন

করোনা আক্রান্তে এক লাখের গন্ডি পেরোল ভারত

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা এক লাখের গন্ডি পেরিয়েছে। মঙ্গলবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া কোভিড-১৯ এ ভারতে মৃতের সংখ্যা তিন হাজার ১৬৩ জনে পৌঁছেছে। সংবাদসূত্র : বিবিসি, এনডিটিভি

সোমবার মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও অন্যান্য রাজ্যে পরীক্ষায় আরও লোকজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। জানুয়ারির শেষে ভারতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার পর চার মাসের মধ্যেই সংখ্যাটি এক লাখ পেরিয়ে গেল।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ‘ওয়ার্ল্ডোমিটার’র তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ২১৩টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে এবং এর মধ্যে ১১টি দেশে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। মার্চের শেষেও ভারতে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের নিচে ছিল, এরপর এপ্রিলে বাড়তে শুরু করার পর মে মাসের প্রথম তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৬৬ হাজারের বেশি বেড়েছে।

সোমবার ভারতে নতুন আক্রান্তের সংখ্যা দৈনিক বৃদ্ধির সবচেয়ে বড় রেকর্ড হয়। ওই দিন দেশটিতে পাঁচ হাজার ২৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তখন মোট আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছিল। এরপর মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হিসাবে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৯৭০ জন নতুন করে শনাক্ত হওয়ার কথা জানানো হয়। এদের নিয়েই ভারতে আক্রান্তের মোট সংখ্যা লাখ পেরিয়ে যায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ