ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন

ইউটিউবে অভিষেক আশা ভোঁসলের

পূর্ব ঘোষণা অনুযায়ী এবার ইউটিউবে অভিষেক ঘটল উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের। বিষয়টি নিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এ গায়িকা। সম্প্রতি আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গাওয়া ‘মে হু’ গানের মাধ্যমে যাত্রা শুরু করে আশা ভোঁসলের নিজস্ব ইউটিউব চ্যানেল। টুইটারে গানটি শেয়ার করে আশা ভোঁসলে লিখেছেন, ‘আমার সদ্য চালু হওয়া ইউটিউব চ্যানেলের আজ উদ্বোধন। শ্রী শ্রী রবিশঙ্করজীর জন্মদিন উপলক্ষে গাওয়া আশা ভোঁসলের গান। আমি শিগগিরই চ্যানেলটিতে আমার ব্যক্তিগত গল্প, রেকর্ডিংয়ের অভিজ্ঞতা ও আরও অনেক কিছু শেয়ার করব। তাই আপনি যদি এগুলো মিস করতে না চান, তবে সাবস্ক্রাইব করুন।’

এর আগে প্রবীণ এই শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইউটিউব চ্যানেলটি চালু করার ঘোষণা দিয়েছিলেন। তিনি লিখেছেন, আমার ইউটিউব চ্যানেলটি চালু করতে পেরে আমি খুশি। ২০২০ সালের ১৩ মে শ্রী শ্রী রবিশঙ্করজীর ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মে হু’ গানটি দিয়ে চ্যানেলটির উদ্বোধন করেছি। আমি শিগগিরই এখানে নিয়মিত ভিডিও পোস্ট করব। আপনারা সাবস্ক্রাইব করবেন

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ