ঢাকা, শনিবার, ৯ অগাস্ট ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন

ব্রিটেনে করোনাভাইরাস কারনে ছুটির মেয়াদ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

ব্রিটেনে মজুরিসহ ছুটির মেয়াদ আরও চার মাস বাড়ল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ছুটিতে কর্মীদের মজুরি পরিশোধ সংক্রান্ত যুক্তরাজ্য সরকারের প্রকল্পের মেয়াদ আগামী অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক প্রকল্পটির মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার কর্মী এবং কোম্পানিগুলোর লকডাউনে চলে যাওয়ার সিদ্ধান্তে সমর্থন দিয়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসাতেও সমর্থন দেবে।

সুনাক বলেন- কর্মীরা এখন তাদের মাসিক মজুরির ৮০ শতাংশ পাবেন । তবে আগামী আগস্ট থেকে এই প্রকল্পের ব্যয় ভাগাভাগি করার কাজ শুরু করতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানাবে সরকার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ