ঢাকা, শনিবার, ৯ অগাস্ট ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন

সউদী আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সউদী আরব সরকার। এরপরও দেশটিতে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা অর্ধলাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, সউদী আরবে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩০২ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ১৬ জন। সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৬৬ জন।

সউদী আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৮৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহেও দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্তের গড় ছিল ১ হাজার ৫০০ জন। গত ২ মার্চ সউদী আরবে প্রথম করোনা সংক্রমণ রেকর্ড করা হয়। এরপর থেকেই দেশটিতে প্রতিদিন আক্রান্তের হার বাড়ছে। সূত্র : রয়টার্স।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ