করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে দলীয়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পর্যবেক্ষণ করা সকল তথ্য নিয়ে এ সপ্তাহেই একটি সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে দলীটির একাধিক নেতা। ইতোমধ্যে দলীয় পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের সকল কাজ গুছিয়ে এনেছে বিএনপির করোনাভাইরাস পর্যবেক্ষণ বিশেষ সেল।
গত ৩ মে করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে এ কমিটির আহ্বায়ক করা হয়। এরপর ৭ মে সাংগঠনিক ১০ টি বিভাগে সেলের আরেকটি কমিটি করে বিএনপি।
বিএনপির একাধিক দায়িত্বশীল জানিয়েছেন, বিভাগভিত্তিক কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করতে দলের পক্ষ থেকে কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ‘সারাদেশ থেকে কেন্দ্রে তথ্য আসছে। কয়েকটি স্তরে পরীক্ষা-নিরীক্ষা করে তথ্যগুলো তুলে ধরা হবে।