ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

করোনার কারণে বিশ্বের ১৫০ কোটি মানুষ বেকার

করোনাভাইরাসের ঠেকাতে গোটা বিশ্বই মূলত লকডাউন অবস্থায়। সবাই লক ডাউন থাকায় সবচেয়ে সমস্যায় পড়া খাতগুলোর অন্যতম হলো শ্রম বাজার।

আন্তর্জাতিক শ্রম সংস্থা সতর্ক করে দিয়েছে যে, বিশ্বব্যাপী যত মানুষ শ্রমবাজারে যুক্ত আছে, এই মহামারির কারণে তাদের প্রায় অর্ধেক জীবিকা হারানোর ঝুঁকিতে রয়েছে।
আর এই সংখ্যা ১৫০ কোটি।
আইএলও বলছে, যারা অনানুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে কাজ করে তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে।

খুচরা ব্যবসা এবং খাদ্য সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্টরাই ভাইরাস মহামারির ফলে লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইএলও হুঁশিয়ারি দিয়েছে যে, বিকল্প কর্মসংস্থান বা আয়ের সুযোগ না থাকলে এই কর্মীরা এবং তাদের পরিবারের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। বিবিসি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ