ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

লকডাউনে এডিডাসে ধস, আয় কমেছে ৯০ শতাংশ

সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা মোকাবিলায় চলছে লকডাউন সেকারনে স্থবিরতা সব ধরনের ব্যবসা বানিজ্যে। আর তাই করোনা মহামারির কারণে ডাকা লকডাউনে চলতি বছরে আয় তলানিতে ঠেকেছে জার্মানির ক্রীড়াপোশাক বিক্রয় প্রতিষ্ঠান এ্যাডিডাসের। চলতি বছরের প্রথম তিন মাসে আয় কমেছে ৯০ শতাংশ। বছরের দ্বিতীয় প্রান্তিকে অন্তত ৪০ শতাংশ পতন হবে বলে এক ভবিষ্যদ্বাণীতে জানিয়েছে এ আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। সিএনবিসি
প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা ক্যাসপার রাশেদ সিনবিসিকে দেয়া এক সাক্ষাতকারে জানান, বছরের প্রথম দু’মাস আয় বেশ ভালোই ছিলো কিন্তু মার্চের মাঝামাঝিতে কারোনা মোকাবেলায় দেশজুড়ে ডাকা লকডাউনে ধস পড়লো ব্যবসা।

কোম্পানির সোমবার প্রকাশিত এক আর্থিক প্রতিবেদনে বলা হয়, মার্চের মাঝামাঝিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির থাকা স্টোরগুলোর ৭০ শতাংশই বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক ক্ষতির মুখ দেখে এ্যাডিডাস। গেলো বছরের প্রথম প্রান্তিক থেকে এখন পর্যন্ত প্রায় ১৯ শতাংশ আয় কমেছে। অর্থের অঙ্কে যা প্রায় ৪.৭৫ বিলিয়ন ইউরো।

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র আরও একজনের মৃত্যু, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪১, সংক্রমিত প্রায় ৯০ হাজার ≣ ট্রেনের সময়সূচি পরিবর্তন, আগামীকাল থেকে নতুন সূচি কার্যকর হবে ≣ গেম খেলতে খেলতে সার্চ ইঞ্জিন বানাল সিরাজগঞ্জের আবির আবেদীন খান
গেলো বছরের শেষ দিক থেকে চলতি বছরের প্রথম তিন মাস পর্যন্ত নীট আয় হয়েছে ২৬ মিলিয়ন ইউরো। যা গেলো বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৯৬ শতাংশ কম। এ্যাডিডাস জানায়, করোনার অনিশ্চয়তার মধ্যে পুরো এক বছরে কেমন আয় বা ক্ষতি হয় তা আগে থেকেই বলা মুশকিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ