একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে দেশের একজন প্রতিভাবান প্রকোশলী হিসেবে আখ্যায়িত করে শোকবার্তায় বলা হয়, কেবলমাত্র ভৌত অবকাঠামো তৈরির ক্ষেত্রেই পারদর্শী নয়, বরং শিক্ষকতা থেকে শুরু করে পুরকৌশলের এই শিক্ষক নব্বইয়ের দশকে বাংলাদেশ শিল্প ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ বিভিন্ন ক্ষেত্রে তার ওপর অর্পিত গুরুদায়িত্ব পালনে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন।

ফখরুল বলেন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে দেশ একজন গর্বিত সন্তানকে হারাল, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়।