ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইইউ।

khaleda

সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার( ২৭ মার্চ) সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতি বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তারা আশা করেন, খালেদা জিয়া এখন যথাযথ চিকিৎসা সুবিধা পাবেন।

তারা আরও জানায়, বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্র , স্বাধীন বিচার বিভাগ , মানবাধিকার রক্ষা বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন পুনব্যর্ক্ত করছে। সেই সঙ্গে মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

২৫ মাস কারাভোগের পর গত ২৫ মার্চ মুক্তি পান খালেদা জিয়া। কিছু শর্ত সাপেক্ষে সরকার তাঁকে মুক্তি দেয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন