ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:১২ পূর্বাহ্ন

দয়া করে বিপদের মুহুর্তে এমন তামাশা করবেন না।

naim

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, দিনভর আমাদের সাংবাদিকরা ছিলেন। কিছু বলবো না। আপনাদের হিসাব অনুসারে ৯৫% ভোটার ভোট বর্জন করেছে। ভোট দিয়েছে ৫%। তারপরও কারও লজ্জা বলে কিছু নেই। আমরা অভিনন্দন জানাবো। খুশি থাকবো। বলবো আহা বেশ বেশ! সত্যি এই সব দেখতে আর ভাল লাগে না।

অনেকতো হলো। মানুষের এই বিপদের মুহুর্তে এমন তামাশা আর ভাল লাগে না। দয়া করে বন্ধ করুন সকল তামাশা!

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,