ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

করোনাঃ ফ্রান্সে একদিনে মৃত্যুর সংখ্যা ১১২

france

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা এখন ৫৬২ জন। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

গার্ডিয়ানের অনলাইন প্রতিবেদন অনুযায়ী ফ্রান্সে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৪৫৯। আক্রান্তদের ৫২৫ জনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের অর্ধেকরই বয়স ৬০ বছরের কম।

এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃত্যুর সংখ্যা এখন ৪ হাজার ৮২৫। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন