ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

এইচএসসির প্রবেশপত্র বিতরণ স্থগিত করেছে শিক্ষাবোর্ড।

exam hall

এইচএসসি পরীক্ষা পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তবে পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশের সব শিক্ষাবোর্ড।

রোববার (২২ মার্চ) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা শিক্ষাবোর্ডের অধীনস্ত সব কলেজ ও জেলা প্রশাসকের কাছে এরই মধ্যে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত অনিবার্য কারণে স্থগিত করা হল। পরীক্ষার্থীদের নিজ বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন