ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

দ্রুতই খালেদা জিয়ার সাক্ষাৎ চান স্বজনরা

khaleda zia

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করতে চান তার স্বজনরা। গত ১৮ মার্চ খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার কারা মহাপরিদর্শক ও জেল সুপারের কাছে জরুরি সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ভাই শামীম ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, বোন সেলিমা ইসলাম, নাতনি রাইসা ইসলাম ও তার দুই মাসের সন্তান লিলির নাম উল্লেখ করে আবেদন করা হয়েছে। স্বজনরা চেয়ারপারসনের সঙ্গে সবশেষ গত ৭ মার্চ দেখা করেন। বেগম খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন