করোনা ভাইরাসের কারণে দেশজ উৎপাদনে (জিডিপি) নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ
(সিপিডি)। একই সঙ্গে পোশাক, রেমিট্যান্স ও রপ্তানি আয়েও বড় ধরনের নেতিবাচক ধারা হতে পারে বলে মনে করে সংস্থাটি।
শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিপিডি এই আশঙ্কা প্রকাশ করে। করোনার প্রভাবের কারণে অতীতের মতো গণমাধ্যমকর্মীদের ডেকে সংবাদ সম্মেলন না করে সিপিডি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে।

এতে ‘করোনা ভাইরাসের স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি এবং করণীয়’ শীর্ষক বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ঝুঁকির পর্যালোচনা এবং সম্ভাব্য করণীয় সম্পর্কে তুলে ধরা হয়। সিপিডি’র ফেসবুক পেজে এবং সিপিডি ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিপিডি’র বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান ও অন্যরা।
সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, যে সমস্ত দেশ থেকে আমদানি-রপ্তানি করা হয় সব দেশই করোনায় আক্রান্ত। ফলে সামন্ত্রকভাবে বহির্খাতে যে পারফরম্যান্স সেটা সামনের দিকে নেতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি।
বিশ্বব্যাপী মাহামারী রূপ নিয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়ে ইতিমধ্যে দেশে একজনের মৃত্যু হয়েছে। দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা, যা দেশের জন্য একটি উদ্বেগজনক স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করেছে।
