শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে অভিনেতাকে।
বুধবার (২৮ এপ্রিল) রাতে সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানান ফারুকের স্ত্রী ফারহানা ফারুক।
বর্তমানে ফারুকের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে জানিয়ে ফারহানা ফারুক বলেন, ‘প্রায় এক মাস পর কথা বলেছেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এখন কিছুটা উন্নতি হচ্ছে। আমাকে চিনতেও পারছেন। আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছে। সবার কাছে আমরা দোয়া চাই।’
এর আগে গত ৫ এপ্রিল অভিনেতার পাকস্থলী থেকে রক্তক্ষরণ হয়। গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ভর্তি থাকা অবস্থায় রক্তে ব্যাক্টেরিয়া জনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় তাকে।
প্রসঙ্গত, গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল অভিনেতা ফারুককে। এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। সেখানেই তার রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়ে।