১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে

40

আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, এ সময় অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহন বন্ধ থাকবে। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে।

আজ শুক্রবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।

ফরহাদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই কঠোর লকডাউন। করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এর কোনো বিকল্প নেই।’

এর আগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ‘দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। একইসঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এ অবস্থায় জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার।’