ভ্যাকসিন নেওয়ার পর করোনাভাইরাসে সস্ত্রীক আক্রান্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান। তাঁর গাড়ি চালকও করোনাভাইরাসে আক্রান্ত।
সোমবার (২৯ মার্চ) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক খন্দকার মোন্তাসির হাসান।
মোন্তাসির হাসান বলেন, ‘গতকাল আক্রান্ত হওয়ার পর থেকে ড. মীজানুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি আছেন। শ্বাসকষ্ট জ্বর কমে এসেছে। এখন তিনি শারীরিকভাবে ভালো আছেন। তাঁর গাড়িচালকের অবস্থা আশংকাজনক।’