সংগীতশিল্পী ও অভিনেতা হিসেবে অনেক আগেই জনপ্রিয়তা কুড়িয়েছেন তাহসান খান। এবার এক ভিন্ন পরিচয়ে সামনে আসতে যাচ্ছেন এই তারকা। লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তাহসান খানের। এবারের বই মেলায় প্রকাশ পেতে যাচ্ছে তার প্রথম বই। বইটির নাম ‘অনুভূতির অভিধান’।
এটি প্রকাশ করতে যাচ্ছে অধ্যয়ন প্রকাশনী। ২৫% ছাড়ে প্রি-অর্ডার করে পাওয়া যাবে শুধুমাত্র রকমারি ডটকমে। অর্ডার লিংক- https://getashorturl.com/LnTnF.
গান আর কবিতা লেখার চর্চাটা অনেক পুরনো। তাই নিজেকে একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করার প্রয়াস মস্তিষ্কের কোন এক প্রকোষ্ঠে সুপ্ত অবস্থায় ছিল বলে মনে করেন তাহসান।
তার কথায়, লেখার তাগিদটা ২০২০ সালের মহামারীতে বেগ পেয়েছে। যখন পুরো বিশ্ব হয়ে গেল স্থবির, আর প্রায় প্রতিটা মানুষই অন্তর্মুখী। সেই অন্তরযাত্রারই ফসল এই ‘অনুভূতির অভিধান’। এই অভিধানে স্থান পেয়েছে লেখকের জীবনের কিছু গল্পের ছায়ায় ২০টি অনুভূতির একান্ত নিজস্ব ভাবার্থ। প্রতিটা গল্পের রয়েছে নিজস্ব প্রাণ। গল্পগুলো শুধুই বিনোদন আবার কারো জন্য হয়তো বেঁচে থাকার পাথেয়।