দুই ম্যাচ পর জয়ে ফিরল লিভারপুল

5

দুই ম্যাচ পর স্বস্তির জয়ে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগে ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া লিভারপুল। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারারার্সকে হারিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠেছে শিরোপাধারীরা।

প্রতিপক্ষের মাঠে সোমবার ১-০ ব্যবধানে জিতেছে লিভারপুল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন দিয়োগো জোতা। ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। সালাহর প্রচেষ্টা ফেরান গোলরক্ষক। এর পাঁচ মিনিট পর মিশরের এই ফরোয়ার্ড বল জালে পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

শেষ দিকে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান উলভারহ্যাম্পটনের গোলরক্ষক রুই পাত্রিসিও। খেলা বন্ধ থাকে ১০ মিনিটের বেশি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ‘কনকাশন’ বদলি নামেন জন রুডি। তবে আর কোনো অঘটন না ঘটিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়ে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠা লিভারপুল।

গত ডিসেম্বরে দুই দলের প্রথম দেখায় ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছিল ইয়ুর্গেন ক্লপের দল। লিগে সবশেষ আট ম্যাচে লিভারপুলের এটি দ্বিতীয় জয়। বাকি ছয় ম্যাচে তারা হেরেছে।

২৯ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৬। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে উলভস। ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে লেস্টার সিটি। ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। ২৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

গত মৌসুমে ১৮ পয়েন্টে এগিয়ে লিগ শিরোপা জেতা দলটি পথ হারানোর আগে লিগে ঘরের মাঠে অপরাজিত ছিল টানা ৬৮ ম্যাচ। দুর্দান্ত সেই পথচলায় চারিদিকে ছিল ক্লপের জয়গান। ঠিক তার উল্টো অভিজ্ঞতা হচ্ছে এবার; আগের সাত ম্যাচের ছয়টিতেই হার। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াই এখন ক্লপের আসল চ্যালেঞ্জ।