রাজধানীর কমলাপুর এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ আকারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
রোববার সকাল ৯টা ২০ মিনিটে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান।
এর আগে তিনি জানান, রোববার সকাল ৭ টা ৪০ মিনিটে কমলাপুর বিআরটিসি বাস ডিপোর (টার্মিনাল) নিকটে অলি গার্মেন্ট নামক পোশাক কারখানার ছয়তলায় আগুন লাগে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ওই সময় ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানিয়েছিলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে আরো ইউনিট বাড়ানো হবে।