এইচএসসির ফল প্রকাশে আইন সংশোধনী প্রস্তাব পাস

12

২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশে শিক্ষা বোর্ড আইন সংশোধনের প্রস্তাব সংসদ পাস হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে এ সংক্রান্ত ৩টি প্রস্তাব পেশ করলে সকল সংসদ সদস্যদের হ্যাঁ ভোটে এটি পাশ হয়।

এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী ১ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে শিক্ষা বোর্ড আইন এবং ২ দিনের মধ্যে কারিগরি ও মাদ্রাসা বোর্ড আইন প্রেরণ করা হোক।

পরে সকল সংসদ সদস্যরা এটি হ্যাঁ বলে সম্মতি দিলে এ এটি পাশ হয়।

শিক্ষামন্ত্রী বলেন, এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইচএসসি ফলাফলের জন্য শিক্ষার্থী অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুতও আছে। কিন্তু যেহেতু আইনে পরীক্ষা গ্রহণপূর্বক ফলাফল দেবার বিষয়টি ছিল। এবার যেহেতু বৈশ্বিক সংকটের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের দুটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফল দিতে যাচ্ছি সে কারণে বর্তমান আইনটি সংশোধন করার প্রেয়োজন দেখা দেয়। সে কারণে এটি আনা হয়েছে।

তবে এই বিলের বিরোধীতা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। বিলটি সংবিধানের সাথে সাংঘর্ষিক কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় এমপি।